নারী তুমি কি ??

নারী রহস্য উন্মোচনে যুগে যুগে চলছে জল্পনা কল্পনা কবি,সাহিত্যিক,যুক্তিবাদি,যুবক ........... হাজারো দৃষ্টির বিশ্লেষনের শেষ সমাধান নারী তুমি কি? তুমি কি ফুলের মতন কোমল জলের মতন তরল বৃষ্টির মতন অঝোর রোদের মতন উষ্ন অথবা..... মেঘাচ্ছন্ন ধূসর বিকেল কালনাগিনীর অনাকাঙ্কিত ছোবল!!! তুমি কি জানো তোমার রূপের বিশালতা? তুমি কি সাগেরর মত নও? রহস্য আর রূপের মায়া খেলা .... কাছে ডাক সবাইকে আপন কর কাকে?


নারী তুমি সন্তানের মা নারী তুমি ভাইয়ের বোন নারী তুমি স্বামীর স্ত্রী নারী তুমি মমতাময়ী নারী তুমি বিষাক্ত নাগনি নারী তুমি উচ্চ বিলাসী নারী তুমি অতি লোভী নারী তুমি বর্তমানের সেরা নারী তুমি পতিতালয়ের পতিতা নারী তুমি জানো প্রতারণা নারী তুমি ঘৃণার পাত্র নারী তাই তোমার জীবন বৃথা নারী তোমার খোঁপায় দেখে ফুল নারী তোমার জন্য সকলে পাগল নারী তোমার জন্য হারায় কুল নারী তোমার জন্য করে সব ভূল নারী তুমি দাও বুক ভরা সুখ নারী তুমি দাও হৃদয়ে দু:খ নারী তোমার জন্য সহ্য করে সবটুক নারী তুমি অপূর্ব অপরূপ নারী তুমি নাও নানা রূপ নারী তুমি কর বিদ্রুপ নারী তোমার নাই কোন লাজ নারী তুমি শপিং মলে কর কাজ নারী তুমি ইউরোপীয় সংস্কৃতিতে কর সাজ নারী তুমি দাও অবৈধ প্রেমের অফার নারী তুমি চাও সমান অধিকার নারী তুমি আশ্রয় নাও ছলনার নারী তুমি তাই হও ধর্ষণের শিকার ।



আমি লেখাপড়ার সাথে সাথে বিভিনন সাংসকৃতিক অনুষঠানে যুকত থাকতে ভালবাসি নারী মানে এক মমতাময়ী জননী নারী মানে এক স্নেহশীলা ভগিনী নারী মানে শৃঙ্খলের বেড়া জালে এক রমণী নারী মানে সহনশীলা শক্তি স্বরূপিনী নারী মানে কখনো উগ্র কখনো সৌম্য মূরতি নারী মানে হরষে বিষাদের প্রতিমূরতি । নারী মানে ধৈর্য্য ক্ষমা তিতিক্ষা নারী মানে শ্রী ধৃতি লজ্জা নারী মানে দয়া করুণা ভক্তি নারী পায়না সহজে মায়ার থেকে মুক্তি সভ্য দেশেও নারীর আশা ক্ষীণ নারী চিরকাল পরাধীন ।
নারী সম্পর্কে বিখ্যাত মণীষিগন ও দিধা দন্ধে থাকেন তারা ও আজ পযর্ন্ত বুঝতে পারি নি নারী তুমি কি ??

বিখ্যাত কিছু মনিষিদের নারী সংক্রান্ত উক্তি : 

"পৃথিবীতে বা সমুদ্রে যত হিংস্র প্রাণী আছে সবছেয়ে বৃহত্তম প্রাণী হল মেয়েরা। ”
-মেনানডির 

“ মেয়েদের চোঁখে দুই রকমের অশ্রু থাকে,
একটি দুঃখের অপরটি ছলনার ”
-পিথাগোরাস

“ পুরুষের বুদ্ধি খড়গের মতো; শান বেশি না দিলেও কেবল ভারেই অনেক কাজ করতে পারে। মেয়েদের বুদ্ধি কলম-কাটা ছুরির মতো; যতই ধার দাওনা কেনো, তাতে বৃহৎ কাজ চলে না। ”

-রবীন্দ্রনাথ ঠাকুর

“ নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রাণীও বটে ”
-রবীন্দ্রনাথ ঠাকুর

“ নারীর হৃদয় সাপের, বুদ্ধি গাধার, রূপটা দেবীর, চোখটা ধাঁধার ”
“ অধিকাংশ রূপসীর হাসির শোভা মাংসপেশির কৃতিত্ব, হৃদয়ের কৃতিত্ব নয় ”

-হুমায়ূন আজাদ

নারী জগতে বিশৃঙ্খলা ও ভাঙ্গনের সর্বশ্রেষ্ঠ উৎস। 
-সক্রেটিস

মেয়েরা সাধারণত এত খারাপ যে ভালো মন্দ মেয়ের মধ্যে প্যাথর্কই করা যায় না
টলষটয়

একটাই প্রশ্ন যার উত্তর আমি আজ পযর্ন্ত আমি দিতে পারি নি । সেটা হচ্ছে একজন নারী কি চায় ।
- সিগমুন্ড ফ্রেয়ড
কমবয়েসী মেয়ারা হলো রসগোল্লার মত যেখানে রাখবে পিপড়া ধরবে।
-শংকর
মেয়েদের সম্মান মেয়েদের কাছেই কম
- রবিন্দ্রানথ ঠাকুর
পুরুষের মেয়েদের খেলার সামগ্রী আর মেয়ারা শয়তানের খেলার সামগ্রী।
- নেপলিয়ন

Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment