জন্মই আমাদের আজন্মের পাপ !!

কবি এই কথাটি মনে হয় বাঙ্গালী জাতির জন্যই বল্ছিলেন । এটি কবি রাগ করে বলেছিলেন নাকি রসিকতা করে বলেছেন তা আমার জানা নেই ।।  কিন্তু এই কথাটা বাংলাদেশীদের সাথে পুরোপুরি মিলে যায় ।। এটা কি আমাদের কপালের দোষ দিবো না কি নিজেদের দোষ দিবো তা ও বুঝতেছি না । জাতি হিসাবে আমরা বাঙ্গালী এ নিয়ে আমার গোবর্র বেধহয় কারন ইতিহাসের পাতায় আমরা বীরের জাতি হিসাবে পরিচিত ।। এবং মানুষ হিসাবেও সহজ সরল ।। আমরা সহজ সরল বলেই কি আমাদের উপর বারবার নির্যাতন হয় হই ।। আমরা বাহিরের মানুষের কাছে যত না নিযাতিত তার থেকে বেশি নিযাতিত বাঙ্গালী নামের কিছু মিরজাফরের হাতে ।। এই জাতি যেমন বীরদের জন্ম দিয়েছে তেমনি দিয়েছে অনেক মিরজাফরের জন্ম ।। আর এই মিরজাফর দের কারনে সবসময় আমাদের অজর্ন  ধুলোয়ে মিশে যায় ।। ইংরেজদের কাছে আমরা পরাজিত হয়েছি একমাত্র বিশ্বাসঘাতকদের কারনে ।। মিরজাফর মরে গেলেও রেখে যায় তার বংশধর ।। তাইতো ইংরেজদের হাত থেকে ২০০ বছর পর স্বাধীনতা পাওয়ার পর ও পরাধীনতার শিকল আমাদের মাঝে থেকে গেলো ।। ইংরেজদের জুলুমের হাত থেকে যেই মাত্র মাথা তুলে দঁাড়াতে চাইলাম শুরু হলো পাকিস্থানিদের হাতে নিযার্তন ।। তারা কেনো আমাদেরকে তাদের দেশের অংশ ভাবতে পারলো না সেটা তাঁরাই জানে ।। তাদের নির্যাতনের হাত থেকে বঁাচতে যখন আন্দোলন শুরু করলো এই জাতি তখন আমাদেরই কিছু মিরজাফর তাদের সহযোগীতা করলো তারা রাজাকার নামে খ্যাত । ইতিহাসে আমরাই মনে হয় একমাত্র জাতি যারা কি না ঐসব রাজাকারদের ক্ষমতায় বসাইলাম হায়রে কপাল ।। যারাই কিনা আমাদের ৩০ লক্ষ মানুষ মারতে সহযোগীতা করছে পাকিস্থানিদের ।। ইতিহাসে এমন দৃষ্টানত ও বিরল যে একটি জাতি তাদের দেশের যুদ্ধাপরাধীর বিচার করতে ৪৫ বছর সময় লাগাইছে  । এই বিচার করতে ও কতো যে বাঁধা আসলো তা সবারই দেখা ।। আমি আন্তর্জাতিক বাঁধার কথা বলছি না বলছি আমাদের দেশের ভিতরে যে বঁাধা আসছিলো সেই বাধার কথা বলছি ।। আমরা সবই পারি আমরা একটা আজব জাতি ।। সরকার এখন ভারতের সাথে চুক্তি করতে যাচ্ছে যার নাম হলো প্রতিরক্ষা চুক্তি । এই চুক্তি আমাদের ভালো করুক কিংবা মন্দ করুক সেটা পরে দেখা যাবে কিন্তু দেশের ৯০% এর ও বেশি বেশি লোক এই চুক্তির বিরুদ্ধে তা হলে এই চুক্তি কি না করলেই নয় ।। মাঝে মাঝে দিধাদন্ধে থাকি সরকার কি আমাদের পক্ষে নাকি নাকি ভারতের পক্ষে । সরকার বলতে পারে ওরা আমাদের বন্ধু ওদের সাথে চুক্তি করাই যায় । তা হলে আমি বলবো তাহলে তিস্তা চুক্তি কেনো নয় ? আপনারা বলবেন সময় লাগবে । আমি বলবো কত সময় যেখানে মমতা বলে দিয়েছে বন্ধু আছি বন্ধু থাকবো কিন্তু তিস্তা নিয়ে কোন কথা নয় ।। সরকার যেখানে স্বদয় হবে তার দেশের জনগনের জন্য সেখানে স্বদয় হচ্ছে ভারতে জনগনের জন্য ।দেশের বাজারে প্রতি জিবি ব্যান্ডউইথ বিক্রয় হয় ৬০০ টাকায় আর সেই একই ব্যান্ডউইথ ভারতে আমরা বিক্রয় করছি ৪০০ টাকায় । আমি বলতে চাই সুবিধা কি আপনি আপনার সন্তানদের না দিয়ে পাশের বাড়ির সন্তানদের দিবেন এমন কি কোথাও দেখছেন ।। আরে পাগলেও তো পাগলের ভালো বুঝে আর আপনারা তো জাতির কনর্ধার । বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট তিনি ক্ষমতায় বসার পর শীষর্ ধনির তালিকা থেকে তার নাম অনেক ধাপ নিচে নেনে যায় আর আমাদের দেশে ক্ষমতায় বসার পরে নাম শীষর্ ধনীরাই তালিকায় নাম উঠে । পরিশেষে বলতে হয় সেই চিরচেনা বাণী বাঙ্গালী করেছো মোরে মানুষ করো নি । মানুষ হইতে যে আর কত কাল অপেক্ষা করতে হবে ??  তাই বলতেই হচ্ছে জন্মই আমাদের আজন্মের পাপ।।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment