সজীব ওয়াজেদ জয় বেআইনী অস্ত্র সহ চাঁদাবাজি ও মাস্তানি করার জন্য গ্রেফতার .... বিস্তারিত পড়ুন নিচে

মামলার কাগজপত্র
বাংলাদেশের বতর্মান প্রধান মন্ত্রী হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ওরফে সজীব এ ওয়াজেদ, সজীব এ ওভারমায়ার ওয়াজেদ(উনি এখানে বৌ এর নাম ও নিজের নামের সাথে জড়িয়েছেন), এ সজীব,

আহমেদ সজীব, ওয়াজেদ সজীব, এস ওয়াজেদ, এস এ ওয়াজেদ, সজীব ওয়াজেদ, জয়দাশ গুপ্ত, সজীব গুপ্ত বেআইনী অস্ত্র সহ চাঁদাবাজি ও মাস্তানি করার জন্য আমেরিকার টেক্সাস এর ফোর্ট ওয়ার্থ সিটিতে ১৯৯৮ সনের ১৪ই জুন গ্রেফতার হয়েছিলেন।

এই কেইস এ সজীব ওয়াজেদ জয় ১৯৯৯ সনের ১১ই ফেব্রুয়ারী দোষী সাব্যস্থ হন।
কোর্ট তাকে কারাদণ্ড এবং জরিমানা প্রদান করেন।

অনেকের মনেই প্রশ্ন ছিল যে পূর্বে ছাত্রলীগ আর যুবলীগ অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাস্তানীতে এতটা নির্লজ্জ এবং ভয়ঙ্কর ছিল না।তারা এতটা নির্লজ্জ এবং ভয়ঙ্কর কি করে হলো???
আমেরিকা টেক্সাসের এই মামলা থেকেই মানুষ বুঝে ফেলেছে যে সজীব ওয়াজেদ জয় তার নিজ হাতেই ছাত্রলীগ এবং যুবলীগকে তৈরী করেছে।

জেকব মিল্টন

উই আর দি পিপল



Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment