২৭ রানে ম্যাচ জিতলো পুণে সুপারজায়েন্ট



চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জ থামিয়ে দিল সুপারজায়েন্ট। পুণের ১৬১ রান তাড়া করতে বিরাট-এবিডি-র চ্যালেঞ্জ থেমে যায় ১৩৪ রানে৷ ২৭ রানে ম্যাচ জিতে নিল পুণে সুপারজায়েন্ট।

বদ্রী আউট..৷আরসিবি ১২৬/৮৷

বিনি আউট..৷ আরসিবি ১২৫/৭৷শার্দল ঠাকুর সুপারজায়েন্টের সেরা বোলার৷৩৫ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন তিনি৷ নেগি আউট…৷ আরসিবি ১২৩/৬৷ দুর্দান্ত ক্যাচ ত্রিপাটির৷

আরসিবি-র জয়ের জন্য দরকার ১৮ বলে ৪৭ রান৷ ওয়াটসন আউট..৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ১০১/৫৷১৫ ওভার শেষে আরসিবি ৯২/৪৷ কেদার আউট..৷আরসিবি ৯১/৪৷

১২ ওভার শেষে তিন উইকেটে ৭৮ রান তুলেছে আরসিবি৷এখন দরকার ৪৮ বলে ৮৪ ৷ এবিডি আউট…৷ হিউজ উইকেট ফর সুপারজায়েন্ট৷আরসিবি ৭০/৩৷ ১০ ওভারে আরসিবি ৬৭/২৷ জয়ের জন্য দরকার ৬০ বলে ৯৫ রান৷

আট ওভার শেষে আরসিবি ৫৩/২৷ পাওয়ার প্লে শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ৪২/২৷ক্রিজে এবিডি ও কেদার যাদব৷

বিরাট আউট..৷ গ্রেট রিলিফ ফর মনোজ৷আরসিবি ৪২/২৷১৯ বলে ২৮ (একটি ছয় ও তিনটি চার) রান করে ডাগ-আউটে ফিরলে রয়্যাল ক্যাপ্টেন৷

৫ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ৩৯/১৷ বিরাট ৪ ওভার শেষে আরসিবি ৩৫/১৷ তৃতীয় ওভারে উনাদকটকে ছক্কা হাঁকালেন এবিডি৷ ক্রিজে বিরাটের সঙ্গী এবি ডি’ভিলিয়ার্স ৷ক্রিজে এসেই ধামাকা এবিডি’র৷

মনদীপ আউট…৷ প্রথম উইকেট হারাল আরসিবি৷১৪/১৷ দ্বিতীয় ওভারে বিরাট কোহলির ক্যাচ ছাড়লেন মনোজ তিওয়ারি৷

শুরুতেই বিরাট সুযোগ হাতছাড়া করল সুপারজায়েন্ট৷ ১৬২ রান তাড়া করতে নামল রয়্যাল চ্যালেঞ্জার্স৷ ক্রিজে দুই ওপেনার বিরাট কোহলি ও মনদীপ সিং৷

Click Here For More Sports News 
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment