
ক্লাসে একসাথে বসা বেঞ্চ টা এখনো একই রকম আছে কিন্ত পাশে বসা মানুষগুলি আজকাল অন্যরকম, এটা ও স্বাভাবিক ব্যাপার।
পকেটে প্রতিদিন টাকা না থাকলে ও প্রয়োজনীয়তার কমতি নেই, রোজ একই শিডিউল।
মাথার ওপর সবসময় ছাদ থাকবে সেটার গ্যারান্টি কে দিবে শুনি?এটা ও বদলাতে পারে
কারো ভরসায় দু কদম সামনে গিয়ে আবার তিন কদম পেছনে যাওয়া লাগে সেটা ও সত্য, শিবাজী তো কত আগেই মরে গ্যাছে।
সম্পর্কের মাপকাঠিতে ইনি আমার অমুক ইনি ই আমার তমুক শুধু তার প্রয়োজনে ই কিংবা সময়ের প্রয়োজনে।
সবকিছু ই একদিন বদলাবে হয়তো শখ করে নয়তো বাধ্যতামূলক প্রয়োজনীয়তার ঘোরে।
ভাল লাগুক কিংবা না লাগুক জীবন যখন যেখানে যেমন আমি - আপনি তখন সেখানে তেমন।সবকিছু সময়ের ই সিদ্ধান্ত।আমি আমার মত করে নেওয়ার চেস্টায় হয়ত নিজে বদলে যাবো মগজে শিকল পরে নিয়ে আর নয়তো স্রোতে গা ভাসিয়ে দেওয়া।পরাজিত রা রাস্তায় বেরুলে সমাজের কেবল তিরস্কার আর জ্ঞান দান ই ব্রত।অথচ সমাজ টা কিছুই না মানুষের তৈরি কিছু নিয়মনীতি ছাড়া।
নিয়ম কখনো ৯০% সফলতার মুল্যায়ন করেনা বাকি ১০% নেই বলে।নিয়ম কখনো মনস্তাত্ত্বিক দিকে থেকে বিবেচনা করেনা মানুষ কে।বেশীরভাগ সময়ই নিজের গল্পের হিরো হতে গিয়ে অন্যের গল্পের ভিলেন হয়ে গিয়েছি।
এসবকিছু ই স্বাভাবিক।
অস্বাভাবিক শুধু নিজের ভেতরের 18 ফ্লেভারটা। আর সেটা আছে বলেই এখনো হাসি।নিজের পথ খোঁজার সাহস মিলে।
দিনশেষে আমি ভাল,আমি ই খারাপ।আমি যা ই হই না কেন আমার ভেতর আমি থাকলে ই চলে আমার আর কিছু লাগেনা।
Sakhawat Ratul
The Mango People
0 comments:
Post a Comment