ধর্মীয় উস্কানি দেওয়ার জন্য একজন সনু নিগামই যথেষ্ট।

ছবিটি Twitter  থেকে নেওয়া
ইন্ডিয়ার সংগীত বাজারে নিজের মার্কেট হারিয়ে ফেলে এখন উলটা পালটা বকে এটেনশন সীক করার চেষ্টা করতেছে।
পুরাই অপু বিশ্বাস টাইপ ব্যাপার সেপার।

সনু নিগাম তার টুইটারে টুইট করেছে-

" God bless everyone. I'm not a Muslim and I have to be woken up by the Azaan in the morning. When will this forced religiousness end in India?"

তার টুইটের বাংলা অর্থ করলে দাঁড়ায়ঃ

"সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুক। আমি মুসলিম নই কিন্তু প্রতিদিন সকালে আযানের শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়,আমাকে জেগে উঠতে হয়। কখন ইন্ডিয়াতে এই জোরপূর্বক ধার্মিকতা বন্ধ হবে?"

সনু বলতে চাচ্ছেন, সে একটা চ্যাডের বাল। সকালের আযানের শব্দে তার ঘুম ভেঙ্গে যাচ্ছে তাতে তার ডিস্টার্ব হচ্ছে।
মাইকে আযান দেওয়া তার দৃষ্টিতে জোরপূর্বক ধার্মিকতা।

হাজার হাজার হিন্দুর আযানের শব্দে ডিস্টার্ব হয় না। মন্দিরের কাঁসরঘণ্টার শব্দে, ওলুর শব্দে হাজার হাজার মুসলিমের সমস্যা হয় না।
আযানের শব্দে শুধু সনু (নিগাম) গরম হয়ে যাচ্ছে।

সনু সাহেবের কনসার্টের কান ফাটানো শব্দ তার কাছে কখনো ফোর্সড এন্টারটেইনমেন্ট বলে মনে হয়নি।
তার কনসার্টের উচ্চ শব্দে আশেপাশে কত রোগীর সমস্যা হয়,কত বৃদ্ধ,শিশুর সমস্যা হয়,কত পড়ুয়া ছাত্রছাত্রীর পড়তে সমস্যা হয় সেটা তাকে ভাবায় না।

আযানের প্রতি, ইসলাম ধর্মের প্রতি হঠাৎ তার এত বিদ্রুপের কারণ তো খুঁজে পেলাম না।

সে কারণ যাই হোক।
একজন সনুর লাফানিতে ইসলামের এতটুকু ক্ষতি হবেনা।
যুগে যুগে বেজে উঠা ইসলামের কল্যাণের পথে আহবানের ধ্বনি "আযান" বন্ধ হবেনা।

বরঞ্চ আউ ফাউ বকতে বকতে একসময় সনুই দুর্বল হয়ে পরবেন।
তখন আবার টুইট করে কলকাতা হারবালের ঠিকানা খুঁজিয়েন না।

Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment