বিশ্ব নারী দিবসে এই অদম্য সাহসী, মেধাবী নারীকে জানাই শ্রদ্ধা




সবাই বলে আমেরিকাতে ফার্মাসিস্ট হিসেবে রেজিস্ট্রেশন পাওয়া হিমালয় জয় করার সমতূল্য। কারণ তারা স্বাস্থ্যের ব্যাপারে হিমালয়ের মত কঠিন। এমন প্রচুর মানুষ আছেন যারা রেজিস্ট্রেশন এক্সাম পাশ করার জন্য জীবনের ২০/৩০ বছর পার করে দিয়েছেন, অথচ পারেন নি। কিন্তু পেরেছিলেন এক অদম্য নারী। হ্যা, কথা বলছি মাসুমা আহমেদ ম্যাডাম এর ব্যাপারে। যিনি যুক্তরাষ্ট্রের জর্জিয়া থেকে ডক্টর অফ ফার্মেসি পাশ করে টেক্সাস এ রেজিস্টার্ড ফার্মাসিস্ট। যুক্তরাষ্ট্রে ফার্মাসিস্ট হচ্ছেন সেকেন্ড হাইয়েস্ট ওয়েজ আর্নার্স অর্থাৎ বেতনের দিক থেকে ২য় সর্বোচ্চ আয়কারী পেশাজীবী ফার্মাসিস্ট। অথচ অর্থের আকুতি ত্যাগ করে তিনি দেশে ফিরে এসে সন্মানীত পেশা 'শিক্ষকতা' গ্রহণ করলেন। বর্তমানে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সাইন্সেস ডিপার্টমেন্টে এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। আপনি বাংলাদেশের প্রতিটি নারীর জন্য অহংকার । আর যারা দেশে জনগনের টাকাই পড়ে ও বিদেশে গিয়ে আর আশে না তাদের জন্য এক অনন্য উদারহন ।
সালাম আপনাকে ।।।।।
লেখক ; Iftaker Mahmud
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment