এই হল আমাদের পুলিশ দেখুন কিভাবে পিস্তল দিয়ে সাদারন মানুষ মারতে যাই



জনগনের সকল বিপদে পাশে থাকবে পুলিশ। কয়েক দিন আগে পুলিশের এক বড় কর্মকর্তা বলেছিলেন ”আপনারা পুলিশকে নিয়ে গর্ব করতে পারেন”। হ্যাঁ পুলিশকে নিয়ে গর্ব করা যায় এ কথা কি প্রকৃতই সত্য???
পুলিশ এবং জনগনের মধ্যে সম্পর্ক কেমন দেখুন.........
মোটরসাইকেল চালকের অপরাধ ছিল সে হেলমেট পরেনি। এই পুলিশ সার্জেন্ট তাকে দাঁড় করিয়ে হুমকি দিতে লাগলো। চালক বারবার বলছিল যে আমি হেলমেট পরিনি এর জন্য আপনি আমাকে ওয়ার্নিং দিতে পারেন??
তার কিছুক্ষণ আগে নম্বর প্লেট বিহীন একটি মটরসাইকেল সার্জেন্ট কোন কিছু না বলেই ছেড়ে দিয়েছে। এই চালক সার্জেন্টকে বললেন কেন আপনি আগের নম্বর প্লেট বিহীন মটরসাইকেলটি ছেড়ে দিলেন? জবাবে সার্জেন্ট বলল আমার ইচ্ছা। চালক বলল দেশ টা কি আপনার বাবার? সার্জেন্ট পাল্টা প্রশ্ন করে আপনার বাবার?? চালক বলল হ্যাঁ আমার বাবার। আমার বাবা দেশ টাকে স্বাধীন করেছে।
কথা কাটাকাটির এক পর‌যায়ে সার্জেন্ট নিজের পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়।।।


পুলিশ কে নিরহ মানুষ মারার জন্য প্রশাসন কী তাকে পিস্তল দিয়েছে???

এই হল আমাদের পুলিশ। যাকে নিয়ে আমরা গর্ব করব।।।

সার্জেন্ট নুরুজ্জামান
আজ ঢাকা নিউমারকেট এলাকায় কর্মরত আছেন।।

জনসচেতনতায় শেয়ার করুন....

বি:দ্র: সব পুলিশ সদস্য এক নয়।।।।
ভিড়িওটি দেখতে ক্লিক কুরন
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment