ইউনাইটেড হাসপাতালে এ কেমন ওপেন হার্ট সার্জরী ডাক্তার জাহাঙ্গীর কবীরের

ডাক্তারের চরম ভুল অপারেশনের জন্য একমাসে ছয়-ছয় বার রি ওপেন হার্ট করার জন্যে দীর্ঘ ৩ মাস সিআইসিইউতে মুত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত গত ১০ই জানুয়ারী ২০১৭ইং রোজ মঙ্গলবার সকাল ৭:২৫ মিনিটে মৃত্যুর কাছে হার মেনে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো এই অল্প বয়সে মাত্র ৪৬ বছরে। কি এমন ভুল ত্রুটিযুক্ত ওপেন হার্ট সার্জারী করেছিল যে, অক্টোবর মাসের ১০ তারিখে ২০১৬ইং ১ম ওটি করার পর ঐ একই মাসে ৬ বার রি-ওপেন করা হয়েছিল যার ফলশ্রুতিতে তাকে ঐ সিআইসিইউ থেকে আর বের করা যায়নি, তিনটি মাস সিআইসিইউতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলো, এ কেমন ডাক্তার যে একই মাসে ৬ বার ওটি করার প্রয়োজন হয়েছিল এবং সেই ত্রুটিযুক্ত ওটি থেকে সে আর স্বাভাবিক হতে পারেনি।

 শেষ অবধি দীর্ঘ এক মাসেরও বেশী লাইফ সাপোর্ট-এ থাকা অবস্থায় দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হলো শুধুমাত্র ডাক্তার নামের ঐ অর্থ লোলুপ কসাই জাহাঙ্গীর কবীরের ত্রুটিযুক্ত ওপেন হার্ট সার্জারী কারনে অক্টোবর থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানে ৩ মাসে ৫০ ব্যাগ রক্ত দিতে হয়েছিল তার শরীরে, কিন্তু রক্ত শরীরে থাকেনি কেন নিশ্চয়ই অপারেশনে এমন কিছু ভুল করেছিল যার দরুন তার শরীরে রক্ত ও গ্রহন করতে পারেনি।

কিন্তু শুরুর থেকে ডাক্তার বলে এসেছে রোগী ক্রমান্নয়ে ভালোর দিকে এ কেমন ভাল যে তিন মাসে তাকে সিআইসিইউ থেকে বের করা যায়নি। বের হলো ঠিকই ঢুকে ছিলো হেটে বের হলো স্ট্রেচারে, একই মাসে ছয়-ছয় বার রি-ওপেন করার কারন জানতে চাইলে সন্তোষজনক কোন কারন আমাদেরকে জানাতে পারেনি বা জানায়নি, শুধু রি-ওপেন করেই গেছে আর রক্ত দিয়ে গেছে। যে রোগের জন্য অপারেশন করেছিল সে রোগে সে মরেনি, মরেছে ত্রুটিযুক্ত অপারেশনে।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment