গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে লাঠিপেটা করেছে পুলিশ। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার পথে পুলিশ এ লাঠিপেটা করে। গণতান্ত্রিক বাম মোর্চা ও সিপিবি-বাসদ জোট এ কর্মসূচির ঘোষণা দেয়।

বুধবার সকাল সাড়ে ১০টার পর থেকে পূর্ব কর্মসূচির অংশ হিসেবে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে বাম দলের নেতারা। পরে বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে ব্যারিকেড সরিয়ে মিছিল নিয়ে এগিয়ে যেতে চাইলে পুলিশ লাঠিপেটা করে। এ সময় আন্দোলনকারীরা আবার প্রেসক্লাবে ফিরে আসে।


গুরুতর আহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফ্রন্ট শাখার সাংগঠনিক সম্পাদক অনিমেষ রায়, সদস্য অপু, কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সদস্য অর্ণব চক্রবর্তী। এছাড়া কেন্দ্রীয় ছাত্র ফ্রেন্টের অর্থ সম্পাদকসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় ঘোরাও কর্মসূচিগণসংহতির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশের লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপে আমাদের প্রায় অর্ধ শত নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় অনেককে আটকও করা হয়েছে। এ মুহূর্তে প্রেসক্লাবের সামনে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে এবং আন্দোলনকারীরা মিছিল করছেন।
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment