রাজনীতিচুক্তিও শেষ, হঠাৎ একদম চুপ হয়ে গেল জঙ্গিরা!

জাহিদ এফ সরদার সাদী

জঙ্গিরা কি তাহলে ভারতবন্ধু? মধ্যপ্রাচ্যের আইএস জঙ্গিরা যেমন ইসরাইলকে খুব মান্য করে, তেমনই কি বাংলাদেশি জেমএবিরা ভারতকে বন্ধু হিসেবে মানে? না হলে এমন কাকতালীয় ঘটনা ঘটছে কিভাবে?

জঙ্গি দমন হোক, বা জঙ্গিরা মাথাচাড়া দিয়ে না উঠুক এটা আমাদের সবার কামনা।

কিন্তু নির্দিষ্ট কিছু সময়ে জঙ্গিদের হঠাৎ করে মাথাচাড়া দিয়ে ওঠা, আবার নির্দিষ্ট কিছু সময়ে একদম চুপ থাকা- এসব মিলিয়ে দেখলে অনেক প্রশ্ন জাগে মনে!

গত দুই সপ্তাহে হঠাৎ করে বাংলাদেশ যেন সিরিয়া-ইরাকে পরিণত হয়েছিল। বেশ কয়েক জায়গায় আত্মঘাতী হামলা। ৫/৬ টি কথিত জঙ্গি আস্তানা খুঁজে বিরাট বিরাট জঙ্গি শিশুদেরকে হত্যা করা হল।

ঢাকার আশকোনা, সিলেটের আতিয়া মহল, মৌলভীবাজারের নাসিরপুর ও বড়হাট, কুমিল্লার কোটবাড়ী। হুট এত আস্তানার আবিস্কার ঘটলো। তারপর হত্যাযজ্ঞ চললো। দেশের বিদেশের মিডিয়ায় তোলপাড় হল।

তারপর যখন ৭ এপ্রিল শেখ হাসিনা ভারত সফর শুরু করলেন তখন আবার হুট করেই সব নীরব! কোনো জঙ্গি হামলা নেই, আত্মঘাতী হামলার চেষ্টা নেই, আস্তানার্ সন্ধান নেই!

এ কোন অদ্ভুত ধরনের জঙ্গি!

বাংলাদেশের জঙ্গিদের যেখানে ভারত বিরোধী হওয়ার কথা, প্রধানমন্ত্রীর ভারত সফরের বিরোধীতা করে হামলার চেষ্টা করার কথা, হিন্দুত্ববাদী মোদির সাথে প্রতিরক্ষা চুক্তির প্রতিবাদ করার কথা।

এসব না করে হাসিনাকে নিরাপদে চুক্তি সম্পন্ন করে আসার মতো বিরতি দিয়ে যাচ্ছে জঙ্গিরা! আসলেই অদ্ভুত জঙ্গি এরা!

জাহিদ এফ সরদার সাদী
Share on Google Plus

About Unknown

0 comments:

Post a Comment