কিছুদিন আগে বাংলাদেশে সাড়ে পাঁচশো পর্ণ-সাইট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি জানিয়েছে ওয়েব সাইট যাচাইয়ের একটি কমিটির পর্যালোচনার ভিত্তিতেই এমন নির্দেশ দিয়েছে সরকার।
তরুণ প্রজন্মের সামাজিক অবক্ষয়ের বিষয় উল্লেখ করে এরই মধ্যে একটি তালিকা বাংলাদেশের বিভিন্ন ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে পাঠানো হয়েছে।
তালিকাভুক্ত সাইটগুলোর মধ্যে দেশের অভ্যন্তরে পরিচালিত পর্ন সাইটগুলোই বেশি।
তবে কয়েকটি বিদেশি সাইটও তালিকায় রয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এসব পর্ণ সাইট বন্ধ করা কতটা সম্ভব?
এমন প্রশ্নের জবাবে ইউনিভার্সিটি অব ডাবলিনের গবেষক নাসিম মাহমুদ বিবিসিকে বলেন বাংলাদেশে যে পদ্ধতিতে পর্ণ সাইটগুলো বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে সেটা খুব একটা কাজে দেবেনা।
তিনি বলেন তালিকা ধরে বন্ধ করা কোন কাজ দেবেনা। কারণ অন্য নামে আবার চলে আসবে। পরিবর্তন করতে হবে ব্যবহারকারীদের তরফ থেকেই। কোন কোন ক্ষেত্রে কিছু ডিভাইস ব্যবহার করে সুফল পাওয়া যেতে পারে।কিন্তুএখন দেখা যাচ্ছে সাইট ব্লক ই ঠিক মত করা হোল না । দেখা যাচ্ছে সেই সাইট ঘুলোতে আবার ঢুকা যাচ্ছে । তাহলে কি বিটিসিএল আবার পর্ণ সাইট গুলো খুলে দিলো ??? কিন্তু কেন কার জন্য এই খুলে দেওায় । অবাক বেপার হোল বন্ধ করা নিয়ে যেমন লাফজাফ দেক্লাম এখন র দেখা যাই না তেমন তদারকি । মিডিয়া গুলো এই বেপার নিয়ে কোন নিউজ করছে না । এইটা কি তাহইলে কতিপয় কিছু মানুষকে সুবিধা দেওার জন্য খুলে দেওয়া হোল নাকি বরাবরের মত সরকারি কর্মচারীদের দায়িত্ব অবহেলার জন্য হোল ।
0 comments:
Post a Comment